২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্বাচনে আগেই নজর কাড়ল জামায়াতের শোডাউন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী জেলায় শক্তিশালী উপস্থিতি জানান দিল জামায়াতে ইসলামী। শনিবার (২২ নভেম্বর) সকালে নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার নেতৃত্বে অনুষ্ঠিত হয় একটি নজিরবিহীন মোটরসাইকেল শোডাউন। এতে অংশ নেয় প্রায় ৫ হাজার মোটরসাইকেল।

সকাল সাড়ে আটটায় ডিমলার ইসলামীয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে শোডাউনটি শুরু হয়ে সরদার হাট, কেয়ার বাজার, নাউতারা বাজার, চাপানিরহাট, ডালিয়া বাজার, শুটিবাড়ী বাজার হয়ে খোড়ারডাঙ্গা বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কজুড়ে বিশাল মোটরসাইকেল বহর ছড়িয়ে পড়ে। দলীয় পতাকা, ব্যানার ও শ্লোগানে মুখরিত শোডাউনকে কেন্দ্র করে পথ–ঘাটে সৃষ্টি হয় ব্যাপক জনসমাগম। চলাচলরত অনেক মোটরসাইকেল চালকও স্বতঃস্ফূর্তভাবে এতে যুক্ত হন।

স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে এলাকায় এমন বিশাল রাজনৈতিক শক্তি প্রদর্শন দেখা যায়নি। নির্বাচনের আগে জামায়াতের এই উপস্থিতি প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শোডাউন শেষে ইসলামীয়া ডিগ্রী কলেজ মাঠে সংক্ষিপ্ত ভাষণে অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “এ এলাকার মানুষ পরিবর্তনের পক্ষে। আজকের সাড়া প্রমাণ করে জনগণ আমাদের সঙ্গেই আছে।” তিনি অভিযোগ করেন, প্রচার শুরুর পর থেকেই বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীরা বাধার মুখে পড়ছেন, তবুও তারা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা আমীর মাওলানা মজিবুর রহমান, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা রুকনুজ্জামান বকুলসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতারা।

নির্বাচন সামনে রেখে নীলফামারীতে জামায়াতের এই শক্তি প্রদর্শন রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি করেছে বলে পর্যবেক্ষকরা উল্লেখ করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top