২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্বাচন–গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করায় ব্যয় বাড়বে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এ খরচ সামাল দিতে কোনো সমস্যার মুখে পড়তে হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন।

সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের জন্য যে বাজেট ধরা হয়েছে, গণভোট এবং প্রবাসীদের ভোটাধিকার কার্যকরের অতিরিক্ত প্রস্তুতির কারণে সেই বাজেট বৃদ্ধি পাবে।

নির্বাচন–গণভোট আলাদা দুই দিনে করা কঠিন ও ব্যয়সাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, অনেক দেশে একই দিনে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়, এতে সময় ও ব্যয় দুটোই কমে।

এছাড়া তিনি জানান, জ্বালানি মন্ত্রণালয় পরিশোধিত তেল আমদানির অনুমোদন পেয়েছে। চালের বাজার স্থিতিশীল থাকলেও সামান্য ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় নন-বাসমতি চাল আমদানি করা হবে এবং সাধারণত ৪০ থেকে ৫০ হাজার টনের কম আমদানি হয় না।

ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বের অন্য দেশে এভাবে বাজার অস্থিতিশীল হয় না; এটি শুধু প্রশাসনিক ব্যবস্থায় সম্ভব নয়, রাজনৈতিক সরকারেরও ভূমিকা প্রয়োজন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top