২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শাহবাগে রণক্ষেত্র: ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি:

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে শাহবাগে পুলিশের পালটা-পালটি ধাওয়ার ঘটনা ঘটে; বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রায় বের হলে শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকা পড়ে পরীক্ষার্থীরা রাস্তার ওপরই অবস্থান নেন।

ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং ছাত্রদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর আহত হন; আন্দোলনকারীরা জানান—সংঘর্ষে তাদের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে; চারুকলার সামনের সড়কে এখনো আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং শাহবাগে যান চলাচল বন্ধ।

লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার অভিযোগে পরীক্ষার্থীরা কর্মসূচি অব্যাহত রেখেছেন, তারা রেলপথ ও মহাসড়ক অবরোধও করেছেন এবং পরীক্ষা পেছানো না হলে বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন।

পিএসসি ঘোষণায় ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে দেশের আট কেন্দ্রে শুরু হওয়ার কথা এবং আসনবিন্যাসসহ সব প্রস্তুতি সম্পন্ন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top