২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায়, সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা সশস্র বাহিনী দিবস আমাদের ঐক্য,সাহস ও দেশপ্রেম শেখায় – আলতাফ হোসেন চৌধুরী

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দুমকি উপজেলায়, অবসরপ্রাপ্ত সশস্র বাহিনী কল্যাণ সোসাইটির (অসকস)উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

রবিবার বেলা ১১ টায় উপজেলার নতুন বাজার স্টার চাইনিজ রেস্তোরাঁয় অসকস দুমকি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন ফরাজি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.তৌফিক আলী খান কবির, জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি ও পবিপ্রবি’র আইন উপদেষ্টা এ্যাড.আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ফজলুল হক ও সার্জেন্ট মোঃ মাসুদ খান।প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন,১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা প্রথমবারের মতো একযোগে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিতভাবে আক্রমন পরিচালনা করেন।

সশস্ত্র বাহিনী এ দিবস শুধু সামরিক শক্তির প্রতীক নয়,বরং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। সশস্ত্র বাহিনী দিবস আমাদের শেখায়ঐক্য,সাহস ও দেশপ্রেম। অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে অসকস এর উপজেলার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top