নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর কড়াইল বস্তিতে বিকাল ৫টা ১৯ মিনিটে লাগা আগুন পানি সংকটের কারণে নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিস; আগুন দ্রুত টিনের ঘরে ছড়িয়ে পড়ে বড় আকার ধারণ করেছে।
তীব্র যানজটে ফায়ারের ইউনিট পৌঁছাতে দেরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে; মোট ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
আগুনের তীব্রতায় আতঙ্কে বস্তিবাসী ঘর থেকে মালপত্র সরিয়ে নিচ্ছেন এবং পুলিশ–ফায়ার সার্ভিস ভিড় নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে প্রবেশে নিষেধ করছে।
ঘটনাস্থলে পানি সংকট সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে অতিরিক্ত পানিবাহী ইউনিট পাঠানো হয়েছে; আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি এবং চারদিকে ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।