২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রামগতিতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা হাতেনাতে আটক

মো. রাকিব হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার লঞ্চঘাটে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন ছাত্রদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলাম নয়নসহ তিনজন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে আসলপাড়া লঞ্চঘাট এলাকায় কোস্ট গার্ডের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক তৌহিদুল ইসলাম আলেকজান্ডার আসম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার বাসিন্দা আইয়ুব আলী মাঝির ছেলে। তার সঙ্গে আটক অন্য দুই যুবক হলেন—আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে আহাদ ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দীনের ছেলে ইকবাল হোসেন।
কোস্ট গার্ড জানায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে লঞ্চঘাট এলাকায় চাঁদা তোলার খবর পেয়ে তারা অভিযান পরিচালনা করে। এ সময় তৌহিদুল ইসলামের কাছ থেকে রশিদের একটি বই উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চাঁদা তোলার কথা স্বীকার করেন, তবে লঞ্চঘাট ইজারার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বলেন, “তৌহিদুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ ছিল। আজ সকালে রশিদসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে ও তার দুই সহযোগীকে থানায় হস্তান্তর করা হয়।”

রামগতি থানার ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, “কোস্ট গার্ডের পক্ষ থেকে তৌহিদুলসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top