নিজস্ব প্রতিনিধি:
সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারও নির্বাচিত সরকারের মতো সমান কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বহন করে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের মতোই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা রাষ্ট্র পরিচালনার সব সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক অধিকার রাখেন।
মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে জারি করা রুলের শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, পিপিপি আইনের ৭ ধারায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচিত সরকার থাকার প্রয়োজনীয়তা নেই।
এনসিটি পরিচালনা বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; বিষয়টি কেবল প্রাথমিক আলোচনার পর্যায়ে থাকায় রিটকারীদের বিচারিক পর্যালোচনা চাওয়া অপরিণত ও অযৌক্তিক বলে তিনি মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেলের ভাষায়, প্রাথমিক পর্যায়ে জুডিশিয়াল রিভিউ গ্রহণযোগ্য নয়—এমন বহু রায় বিদ্যমান।
বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়ার প্রশ্নে তিনি বলেন, আইন তাকে সেই কর্তৃত্ব দিয়েছে এবং সব সিদ্ধান্ত আইনের মধ্যেই নেওয়া হচ্ছে। রিটকারীরা যুক্তি দেন, সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া নির্বাচিত সরকারের কাজ, তবে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি রাজনৈতিক মত হতে পারে, কিন্তু সংবিধান অন্তর্বর্তী সরকারকে নির্বাচিত সরকারের মতোই ক্ষমতা দিয়েছে।
শুনানি শেষে বেঞ্চ ঘোষণা করে, এনসিটি চুক্তির বৈধতা নিয়ে রায় ঘোষণা হবে ৪ ডিসেম্বর।