নিজস্ব প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেন।
রোববার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি চিকিৎসাধীন। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, আজ দুপুর ১টায় তিনি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করেছেন।
দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।