মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদিকা, রোখসানা আক্তার লিপির, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া বিএনপি নেত্রী মোছাঃ. রোখসানা আক্তার লিপি ছিলেন, গুরুদাসপুর উপজেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদিকা । তিনি গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ছিলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।
এদিকে দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গুরুদাসপুর উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী ও নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রোকসানা আক্তার লিপি। নাটোরের কিংবদন্তি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ সাহেব এর একান্ত সহযোগিতায় পুনরায় সদস্য পদ ফিরে পাওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। ধ্যনবাদ জানিয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, দলের জন্য নিরলস পরিশ্রমী, নিবেদিতপ্রাণ ও উদ্যমী নেত্রী রোজসানা আক্তার লিপি, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে সদস্য পদ ফিরিয়ে দেওয়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।