মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী হচ্ছেন সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান। তিনি মুরাদনগর উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর গ্রামের মেম্বার ছিলেন।
বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা-৩ আসনে দলের একমাত্র প্রার্থী হিসেবে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দলীয় আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এই আসনে তিনিই হতে যাচ্ছেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী।
কুমিল্লা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি মুরাদনগরের ৫বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ছিলেন।
এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল। বিএনপি, জামায়াত ও গণ অধিকার পরিষদের প্রার্থী চুড়ান্ত। এনসিপি থেকে এখনো কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।