১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অসংখ্য আন্দোলন, রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ এসেছে। তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে, যার মাধ্যমে সংস্কারের সনদে স্বাক্ষর করেছে বিএনপিও। দেশে এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে এবং সেই অনুযায়ী প্রস্তুতিও চলছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ এই সুযোগ কাজে লাগিয়ে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।

তিনি বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং দলটি ক্ষমতা পেলে সত্যিকারের গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা ও সমৃদ্ধ অর্থনীতি গড়তে সক্ষম হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি জানান, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, অত্যন্ত অসুস্থ এবং দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা চলছে। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন বিএনপি মহাসচিব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top