১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিপিএল নিলামে ব্যতিক্রম—সম্মান জানিয়ে মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য অপরিবর্তিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের ক্রিকেটের দুই অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে টি–টোয়েন্টিতে তরুণদের ভিড়ে কিছুটা গুরুত্ব হারালেও, বিপিএল নিলামে তাদের জন্য বিশেষ সম্মান দেখানো হয়েছে। নিলামের প্রথম রাউন্ডে ‘বি’ ক্যাটাগরিতে ডাকে কেউ আগ্রহ দেখায়নি। নিয়ম অনুযায়ী পরের রাউন্ডে তাদের ‘সি’ ক্যাটাগরির ২২ লাখ টাকার ভিত্তিমূল্যে তোলার কথা থাকলেও ব্যতিক্রম ঘটে।

রংপুর রাইডার্সের কর্ণধার ইশতিয়াক সাদেক নিলামস্থলে প্রস্তাব করেন, জাতীয় দলে দীর্ঘদিনের অবদান বিবেচনায় মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য অপরিবর্তিত রেখে দ্বিতীয় রাউন্ডে ডাক তোলা হোক। নিলামে অংশ নেওয়া সব ফ্র্যাঞ্চাইজি তার প্রস্তাবে সম্মতি জানায়।

পরে ‘বি’ ক্যাটাগরির ৩৫ লাখ টাকার ভিত্তিমূল্যেই মাহমুদউল্লাহকে দলে নেয় রংপুর রাইডার্স। একই ভিত্তিমূল্যে মুশফিকুর রহিমকে দলে ভিড়ায় রাজশাহী ওয়ারিয়র্স।

দুজনই আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন—মুশফিক ২০২২ সালে, মাহমুদউল্লাহ ২০২৪ সালে। ঘরোয়া ও আন্তর্জাতিক টি–টোয়েন্টি মিলিয়ে মুশফিকের রান ২৮৮ ম্যাচে ৬০০৪ এবং মাহমুদউল্লাহর ৩৪৮ ম্যাচে ৬২৭৭।

বিপিএলে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম (১৪০ ম্যাচে ৩৪৪৬ রান)। চতুর্থ স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ (১৩৩ ম্যাচে ২৭৭৬ রান)।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top