১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

একনেকে ১৫ হাজার ৩৮৩ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিনিধি:

মেট্রোরেল লাইন-৬ প্রকল্পের তৃতীয় সংশোধনীসহ মোট ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকার ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— চট্টগ্রাম অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন, মানসম্পন্ন আলু বীজ উৎপাদন ও সংরক্ষণ, কৃষক পর্যায়ে বিতরণ শক্তিশালীকরণ, গ্যাসের তিনটি অনুসন্ধান কূপ খনন, ঢাকার মিরপুরে জুলাই শহীদ পরিবারের জন্য ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ, সচিবালয়, পরিবহন পুল, মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ও সচিব নিবাসের অগ্নিনিরাপত্তা উন্নয়ন এবং সিরাজগঞ্জ–রায়গঞ্জ জেলা মহাসড়ক উন্নীতকরণ প্রকল্প।

এ ছাড়া অনুমোদন পেয়েছে নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্স আরবান ডেভেলপমেন্ট, অটিজম ও এনডিডি সেবা উন্নয়ন, ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবনী ইকোসিস্টেম উন্নয়ন, জাপান হিউম্যান ডেভেলপমেন্ট স্কলারশিপ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ও গবেষণাগার সম্প্রসারণ, ক্লাইমেট রেসপনসিভ রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড পপুলেশন সার্ভিস, এসেনসিয়াল অ্যান্ড বায়োটেক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা, স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিক উন্নয়ন এবং সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প।

পরিকল্পনা উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও একনেক ও মন্ত্রিপরিষদ বৈঠক আগের নিয়মেই চলবে। তিনি আরও বলেন, সচিবালয়ে নতুন ভবন নির্মাণ এবং স্বাস্থ্য খাতের একটি প্রকল্প অনুমোদন না দিয়ে পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়েছে। দুর্নীতি কমানোর প্রচেষ্টা অব্যাহত থাকায় প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদারি দুর্নীতির সুযোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top