১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উৎসবের আবহে দীঘিনালায় ইনডোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় উৎসবের আবহে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট–২০২৫’। সোমবার (১ ডিসেম্বর) বিকেল চারটায় উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের যৌথ উদ্যোগে উপজেলা মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাইনুদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান, উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক সদস্য আলমগীর হোসেন, মনির আহমেদ (মনু), উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক আক্কাস আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও ইনামুল হাছান বলেন, “নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে। খেলাধুলা শুধু বিনোদনই নয়, এটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে।”

সভাপতির বক্তব্যে ওসি মো. জাকারিয়া জানান, “তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে ক্রীড়াঙ্গন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতেও খেলাধুলার ভূমিকা অপরিসীম।”

আয়োজকরা জানান, ইনডোর ভিত্তিক এই ফুটবল প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করছে। আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
দীঘিনালার তরুণ সমাজে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা এবং সুস্থ বিনোদন ছড়িয়ে দিতে এ আয়োজন নতুন মাত্রা যোগ করবে বলে আশা স্থানীয়দের

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top