১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা টোল প্লাজায় চেকপোস্ট অভিযানে বিদেশি পিস্তলসহ একজন আটক

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা টোল প্লাজায় পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন তথ্যে ভিত্তিতে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী আসনে বসে থাকা রয়েল হাসান অরণ্য (৩৫)-এর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত রয়েল হাসান অরণ্যের বাড়ি মনাকষা ইউনিয়নের পারচৌকা, মাদ্রাসা বাজার এলাকায়। তাঁর বাবার নাম মৃত আল মামুন।

পুলিশের দাবি, অস্ত্রটি বহনের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

সদর মডেল থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top