মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
মহান আল্লাহ, পবিত্র কোরআন ও ইসলাম নিয়ে কটূক্তি করায় বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মুরাদনগর উপজেলা কওমি তরুন ওলামা পরিষদ। আজ ১ ডিসেম্বর সোমবার বাদ আসর মুরাদনগর ইসলামী চত্বরে সর্বস্তরের তাওহীদি জনতার উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি সাদিকুল ইসলাম, মুফতি আমীর হোসাইন, মুফতি মানসুর কবীর, মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার, মুফতি মাহমুদ হাসান মাওলানা আশরাফ মাহমুদ মুফতি যোবায়ের সাইফুল্লাহ মাওলানা রাশেদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আবুল সরকার যে ধৃষ্টতা দেখিয়েছে, তা কোনো মুসলমান কখনো মেনে নিতে পারে না। এটি শুধু ধর্ম অবমাননা নয়; বরং মুসলমানদের ইমানের ওপর প্রকাশ্য আঘাত। মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদ বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানাচ্ছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, যারা আবুল সরকারকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কিংবা তৌহিদি জনতার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়েছে, তাদেরকেও মনে রাখতে হবে, এই দেশের ইমানদার জনতা চুপচাপ বসে থাকবে না। যদি অবিলম্বে মামলা প্রত্যাহার ও আবুল সরকারের বিচার না হয়, তাহলে তৌহিদি জনতা রাজপথে নামতে বাধ্য হবে। প্রয়োজনে পুরো দেশ অচল করে দেওয়া হবে। অবিলম্বে রাষ্ট্রে খোদাদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে। সরকার দিতে মুসলমানদের ভাষা বুঝতে ব্যর্থ হয় তাহলে রাজপথে তার কঠিন জবাব দেওয়া হবে।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা আরও বলেন, ধর্মদ্রোহীদের রক্ষা করা মানেই ইসলামবিদ্বেষীদের মদদ দেওয়া। এগুলো মুসলমানেরা কখনো মেনে নিবে না ইনশাআল্লাহ। খোদাদ্রোহীদের পক্ষে অবস্থান নেওয়ায় ফরহাদ মজহারকেও অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়। মুসলিম জাতি খোদাদ্রোহীদের উপযুক্ত জবাব দিতে জানে।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী আব্দুল কাইয়ুম, মাওলানা হাফেজ খাইরুল ইসলাম, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আবু সালেহ, মাওলানা জামাল উদ্দিন সিরাজী, মাওলানা খালিদ মাহমুদ, মাওলানা মাহবুবুর রহমান নাঈম সহ উপজেলার সর্বস্তরের জনসাধারন।