নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম বাংলাফ্যাক্ট জানিয়েছে, জুলাই গণহত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ থেকে গ্রেনেড উদ্ধারের একটি পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। ছবিটি ২০২৪ সালের ৮ নভেম্বর কক্সবাজারের উখিয়ার মরাগাছ তলা এলাকায় যৌথবাহিনীর উদ্ধার করা নয়টি গ্রেনেডের। কিন্তু জয় ছবিটি শেয়ার করে দাবি করেন—অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশ থেকে পাকিস্তাননির্মিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় ঝোপ থেকে র্যাব–১০ চারটি গ্রেনেড উদ্ধার করে। সেই ঘটনার একটি ভিন্ন ছবি খন্দকার তারেক রায়হান নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হলে জয় তা নিজের পেজে শেয়ার করেন। কিন্তু বাংলাফ্যাক্ট যাচাই করে জানায়, জয়ের ব্যবহৃত ছবিটি সারুলিয়ার ঘটনাটির নয়, বরং গত বছরে উখিয়ায় উদ্ধার হওয়া গ্রেনেডের ছবি।
বাংলাফ্যাক্ট আরও জানায়—সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাজানো ভিডিও, নাটিকা বা পুরোনো ঘটনার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের হার বেড়েছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম ও দেশ–বিদেশের বিভিন্ন ফেসবুক পেজ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ও সামাজিক আন্দোলনের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
পিআইবি–র গবেষণা ও ফ্যাক্টচেক টিম বাংলাফ্যাক্ট নিয়মিতভাবে এমন ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্ত করে যাচাই করছে। প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশের ডিজিটাল পরিসরে অপতথ্য ছড়ানোর প্রবণতা বাড়ায় জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে তাদের কাজ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।