১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দরজার সামনে ডাকাডাকি, বিরক্ত হয়ে ডুবিয়ে মারা হলো ৮ কুকুর ছানা

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীর উপজেলা পরিষদের আবাসিক এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। বাসার দরজার সামনে বারবার ডাকাডাকি করায় বিরক্ত হয়ে এক নারী পোষা কুকুরের সদ্য জন্ম নেওয়া আটটি ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় স্থানীয়রা মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন।
অভিযুক্ত নারীর নাম নিশি রহমান। তিনি ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী।

আজ সোমবার সকালে ঘটে যাওয়া ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। পুকুরের ধারে মা কুকুরটির চিৎকার—দেখে উপস্থিত হন এলাকাবাসী।
এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের ডাকা জরুরি সভায় অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সরকারি বাসা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

ছানাগুলোর মালিক ছিলেন সদ্য বদলি হওয়া ঈশ্বরদীর সাবেক নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাশ। বর্তমানে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত।
কুকুর ছানা হত্যার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমি ওদের সবকিছু ঠিকভাবে দেখভালের ব্যবস্থা করেই এসেছিলাম। আজ এমন নিষ্ঠুর খবর শুনে মর্মাহত। আইনগত ব্যবস্থা নেব।’

বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা জরুরি বৈঠক করেছি। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

হাসানুর রহমান নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার স্ত্রী বিরক্ত হয়ে ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। তার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি।’

অভিযুক্ত নিশি রহমান ঘটনাটি স্বীকার করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, ‘এই অমানবিক ঘটনায় প্রশাসন ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন নিষ্ঠুরতার কোনো জায়গা নেই—আইনগত প্রক্রিয়াও চলবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top