২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক–পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ২ ডিসেম্বর সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি–ছিনতাই ও ডাকাতি দমন, নারী নির্যাতন ও ধর্ষণসহ নানা সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন,“আমি সদ্য চাঁপাইনবাবগঞ্জে যোগদান করেছি। সাংবাদিক ভাইদের সঙ্গে হাত মিলিয়ে আমের রাজধানী এই জেলার সার্বিক আইনশৃঙ্খলা আরও উন্নত করতে চাই। মাদক, বাল্যবিবাহসহ প্রতিটি অপরাধ নির্মূল করতে পুলিশ কাজ করবে; তবে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা যাতে কোনোভাবেই অবনতি না ঘটে, সে বিষয়ে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।

মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top