নিজস্ব প্রতিনিধি:
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দেশের তিন বাহিনীর প্রধান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতাল পরিদর্শনে যান। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর তিনি মুক্তি পান এবং ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। প্রায় চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।
২৩ নভেম্বর থেকে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়া আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। সেখানে তার ফুসফুসে ইনফেকশন শনাক্ত হওয়ার পর অবস্থাকে সংকটাপন্ন বলে জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, চিকিৎসক দলের সব সদস্যই তাকে সুস্থ করে তুলতে সর্বাত্মক চেষ্টা করছেন। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান।
তিনি আরও জানান, যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের একটি দল মঙ্গলবারই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা যদি প্রয়োজন মনে করেন, তবে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
এর আগে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।