মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
“পরিবার সাবলম্বী হলে সমাজ সাবলম্বী হবে, সমাজ সাবলম্বী হলে রাষ্ট্র অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর ঈদগাহ ময়দানে প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ২১ জন নারী উদ্যোক্তার হাতে এসব সেলাই মেশিন তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ও সাবেক ভিপি মোঃ নূরুল ইসলাম বুলবুল।

সেলাই মেশিন বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, সমাজ সংস্কার ও কল্যাণমূলক কার্যক্রম জামায়াতে ইসলামী ঘোষিত ৪ দফা কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। নারীদের আত্মকর্মসংস্থান ও পরিবারে আর্থিক অবদান নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ ও পুঁজি সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, দেশের বড় সমস্যা বেকারত্ব, আর এই সমস্যা দূর করতে নারী-পুরুষ উভয়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি জরুরি। জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন, গবাদি পশু বিতরণ ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠায় সহায়তার মাধ্যমে সারাদেশে হাজারো পরিবার এখন স্বাবলম্বী হচ্ছে।
তিনি আরও বলেন, প্রত্যেক পরিবার স্বাবলম্বী হলে সামগ্রিকভাবে সমাজ ও রাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। ক্ষমতায় গেলে কর্মসংস্থান বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসে আরও ব্যাপক সামাজিক কর্মসূচি গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা আবুজার গিফারী এবং জেলা নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেশুর রহমান। এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।