নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে আজ বুধবার সন্ধ্যা সাতটার পর এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিএর মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৭টা ৭ মিনিটে হাসপাতালে পৌঁছালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানান এবং চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার প্রধান উপদেষ্টাকে সরাসরি খালেদা জিয়ার কক্ষে নিয়ে যান।
এর আগের দিন রাত আটটার পর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা হাসপাতালে গিয়ে চিকিৎসক দলের কাছ থেকে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে খোঁজ নেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন, আর হাসপাতালে তার পাশে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।