নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে এবং সক্রিয়ভাবে মাঠে গণসংযোগ শুরু করেছে।
৫ আগস্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনে জয়ের সম্ভাবনা কাজে লাগাতে বিএনপি, জামায়াত ও জুলাই গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত এনসিপি প্রস্তুতি জোরদার করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কংগ্রেস, খেলাফত মজলিস ও এবি পার্টির মনোনীত প্রার্থীরাও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা; জামায়াতের প্রার্থী এটিএম আজম খানের পাশাপাশি এনসিপির আখতার হোসেনও দীর্ঘদিন ধরে এলাকায় প্রচার চালাচ্ছেন।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু নাসের মাহবুবার রহমান, ইসলামী আন্দোলনের মাওলানা জাহিদ হোসেনসহ অন্যান্য প্রার্থীরাও পোস্টার, ব্যানার ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের তুলে ধরছেন।
এদিকে এবি পার্টি থেকে নাদরান তালহা আলহাদী সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন, আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট নুরু-নবী বুলবুল, প্রকৌশলী জয়নুল আবেদীন ও ব্যবসায়ী শাহ আলম বাশার মাঠে নেমেছেন। দলগুলো জানায়, আসনভিত্তিক জনপ্রিয়তা, মাঠ জরিপ ও জোটগত সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী ঠিক করা হবে যাতে আগামী সংসদ নির্বাচনে শক্তিশালী প্রতিযোগিতা নিশ্চিত করা যায়।