৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৮ ডিসেম্বর খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ইমতিয়াজ উদ্দিন, ‎জবি প্রতিনিধি:

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্থগিত হওয়া সকল পরীক্ষা আগামী সপ্তাহের সোমবার (৮ ডিসেম্বর) থেকেই শুরু হতে যাচ্ছে। একইসাথে মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে সশরীরে ক্লাস শুরু হবে।

‎বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সকল পরীক্ষা আগামী সপ্তাহের সোমবার থেকেই শুরু হবে এবং সশরীরে ক্লাস শুরু হবে আগামী মঙ্গলবার। তার আগে রবিবার ও সোমবার ক্লাস চলবে অনলাইনে।

‎উপাচার্য আরও বলেন, আজকের বিশেষ সিন্ডিকেট সভায় ডিসেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারকে। আশা করছি, সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।

‎এর আগে ধারাবাহিক ভূমিকম্পের ঘটনায় শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top