৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি-১ আসনে গণসংযোগ করেন রফিকুল ইসলাম জামাল

আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম জামালের উদ্যোগে শুক্রবার বিকেলে কাঁঠালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে বিশাল মিছিল নিয়ে শুরু হয় গণসংযোগ, যা কাঠালিয়ার প্রধান সড়কজুড়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে দেয়। গণসংযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেতাকর্মীদের ঢল নামে। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কাঁঠালিয়ার প্রধান সড়কগুলো। এসময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও দলীয় নেতাকর্মীদের কোলাকুলি করেন তিনি। নেতাকর্মীদের সঙ্গে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, ধানের শীষের পক্ষে মানুষের সমর্থন দিন দিন বেড়েই চলেছে। রফিকুল ইসলাম জামালও সরাসরি ভোটারদের কাছে পৌঁছে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন্দ, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ নান্টু, কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার,রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলামসহ রাজাপুর কাঠালিয়ার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম জামাল বলেন,সবার আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।

এ অঞ্চলের অনুন্নত মানুষের ভাগ্য পরিবর্তনই হবে আমার প্রধান লক্ষ্য। কৃষক, শ্রমজীবী ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং নদীভাঙন রোধে টেকসই প্রকল্প গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও চাইলে আমাদের মঞ্চে এসে প্রচারণা করতে পারবেন, আমরা গণতান্ত্রিক সহাবস্থানকে সমর্থন করি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কাঠালিয়ায় এ গণসংযোগকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন নির্বাচনী উত্তাপ আরও তীব্র হয়ে উঠেছে। ধানের শীষের পক্ষে স্লোগান, সমর্থকদের উচ্ছ্বাস এবং ভোটারদের আগ্রহে নির্বাচনী মাঠের পরিবেশ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top