৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের পোস্ট: ‘খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে’

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘদিনের জেল-জুলুম ও নির্যাতনের কারণে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে রয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান লেখেন, ৬ ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এই দিনে গণআন্দোলনের মুখে সামরিক শাসনের অবসান ঘটে। তিনি উল্লেখ করেন, ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে গণতন্ত্রকে বিপর্যয়ের মুখে ঠেলে দেন।

পোস্টে তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস স্মরণ করে লেখেন, দীর্ঘ নয় বছরের নিরন্তর সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়া ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন এবং এক দুর্বার গণআন্দোলনের নেতৃত্ব দেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর জনগণ স্বৈরশাসনের অবসান ঘটায়।

তারেক রহমান দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আবারও একটি ‘ফ্যাসিবাদী শক্তির’ পতন ঘটে, যা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করেছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রের শত্রু ছিল।”

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রসঙ্গে তিনি লেখেন, “দীর্ঘদিনের নির্যাতন ও কারাবাসের ফলে দেশনেত্রীর জীবন আজ চরম সংকটে।” তিনি তার মায়ের আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

তারেক রহমান আরও লিখেন, অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রাণ দেওয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top