মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন প্রায় ৫৮ বছর পর তার শৈশবের স্মৃতিবিজড়িত বিদ্যালয়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয়ে রবিবার (৭ ডিসেম্বর) আগমন করছেন। তিনি বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ও প্রাক্তন সহপাঠীদের সঙ্গে মতবিনিময় এবং স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেবেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, উপদেষ্টার আগমনের জন্য পুরো বিদ্যালয় মাঠে প্যান্ডেল এবং সাজসজ্জার প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। এই খবর এলাকায় এক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন ১৯৬৪ সালে বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে ভর্তি হন। ৮ম শ্রেণি পর্যন্ত তিনি মাগুড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, “তৎকালীন প্রধান শিক্ষক মোঃ আসাদ ছিলেন। তৌহিদ হোসেন ছিলেন মেধাবী ও প্রিয় শিক্ষার্থী।”
উপদেষ্টার সহপাঠী ও বন্ধু মহিউদ্দিন আজাদ জানান, “৮ম শ্রেণি শেষ করে তিনি রংপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজে ভর্তি হন। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আমাদের পুনর্মিলন হয়। অনুষ্ঠানে আমরা প্রায় ১৬ জন সতীর্থ একসাথে স্মৃতিচারণ করবো।”
উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টার বাবা আব্দুল মান্নান নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাজারে অবস্থিত কাস্টম্স অ্যান্ড এক্সাইজ অফিসে অফিসার হিসেবে কর্মরত ছিলেন।