মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে”। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বর্তমান পরিস্থিতিকে তিনি চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেন।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী হিসেবে তিনি অনুষ্ঠানে যোগ দেন এবং শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ৬০ বছরে দেশের শিক্ষা ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন ঘটেছে। বিশেষ করে নারী শিক্ষায় অসাধারণ উন্নয়ন হয়েছে। তিনি বলেন, “গ্রামগঞ্জের বিদ্যালয়ে বর্তমানে অর্ধেকের বেশি শিক্ষার্থী নারী। এ অগ্রগতি দেশের ভবিষ্যতের জন্য শুভ সংকেত।”
তবে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার গুণগতমান উন্নয়নের জন্য বরাদ্দ বাড়াতে হবে। তিনি মনে করেন, জাতীয় বাজেটের অন্তত ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা জরুরি। একইসঙ্গে জিডিপির ১০ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগ করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষার গুণগত মান নিয়ে তিনি বলেন, “শুধু সংখ্যাগতভাবে শিক্ষার্থী বাড়ানোয় মান উন্নয়ন হয় না। বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।” অতীতে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রবণতা ছিল উল্লেখ করে তিনি জানান, এখন এ পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করা হচ্ছে।
প্রবাসী শ্রমিকদের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, বিদেশে গিয়ে শ্রমিকরা নানা ক্ষেত্রে প্রতারিত হচ্ছেন। দক্ষতার অভাবে অন্য দেশের শ্রমিকদের তুলনায় ৭৫ শতাংশ কম বেতন পাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। বিদেশ যাওয়ার খরচও অন্যান্য দেশের তুলনায় ৫ থেকে ৭ গুণ বেশি উল্লেখ করে তিনি বলেন, “এটাই রাষ্ট্রের ব্যর্থতা। জনগণকে জনসম্পদে পরিণত করতে হবে।”
মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাঈরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা জামান তন্বী, মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান মিঠু প্রমুখ।