নিজস্ব প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জে নিজ নির্বাচনি এলাকায় গিয়ে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
রোববার মীরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, নির্মীয়মাণ সেতুকে ঘিরে চাঁদাবাজি ও টেন্ডারবাজির চেষ্টা চলছে।
দল বা ব্যক্তির নাম উল্লেখ না করলেও বক্তব্যটি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করে বলা হয়েছে—এমন অভিযোগে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুয়াদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে সেখানে থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং স্লোগান দিতে থাকে। এ ঘটনার জন্য বিএনপির স্থানীয় কর্মীদের দায়িত্বে রাখেন ফুয়াদ, তবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ফুয়াদ মিথ্যাচার করেছেন এবং সেতু নির্মাণে বিএনপির সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলালের অবদান অস্বীকার করে সাধারণ মানুষকে অপমান করেছেন।
তিনি হুঁশকি দিয়ে বলেন, বিতর্কিত বক্তব্যের জন্য ফুয়াদ ক্ষমা না চাইলে বাবুগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। উল্লেখ্য, প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খাঁ নদে নির্মীয়মাণ এই সেতু নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় বিএনপি ও ফুয়াদের মধ্যে ঠান্ডা বিরোধ চলছিল।