নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচনকে উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব বাহিনীই জানুয়ারির মধ্যেই প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ করবে, ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবে এবং প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
খুন–অপরাধ পুরোপুরি বন্ধ হওয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।