নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যার এক নৃশংস ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের একটি ভবনের সপ্তম তলা থেকে মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজের (১৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, বাসার গৃহকর্মী আয়েশাই তাদের হত্যা করে পালিয়েছে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে অফিসে বের হয়ে দুপুরে ফিরে আসেন। তখন তিনি রক্তাক্ত অবস্থায় স্ত্রী–মেয়েকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নাফিসাকে জীবিত অবস্থায় পাওয়া গেলেও হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক ধারণা—গৃহকর্মী আয়েশা ধারালো অস্ত্র দিয়ে হত্যাকাণ্ড চালিয়ে পালিয়েছে। ফুটেজ সংগ্রহসহ ঘটনাস্থল থেকে তথ্য–উপাত্ত জব্দ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত তদারকি করছেন।
পুলিশ বলছে, হত্যার উদ্দেশ্য স্পষ্ট নয়, তবে গৃহকর্মীকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত দ্রুত এগিয়ে চলছে।