৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে চীনের উপহারে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, চীন সরকারের উপহার হিসেবে নীলফামারীতেই এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। চলতি মাসের মধ্যেই প্রকল্পের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে নীলফামারী সদর উপজেলার দারোয়ানীতে প্রস্তাবিত হাসপাতাল স্থাপনের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তৌহিদ হোসেন বলেন, “চীনা কর্তৃপক্ষ ইতোমধ্যে সম্মতি দিয়েছে। ফলে হাসপাতালটি নীলফামারীতেই হবে। প্রকল্প পরিচালক ডিপিপি জমা দেওয়ার জন্য কাজ করছেন।”

তিনি আরও জানান, এ প্রকল্পটি হঠাৎ করে নয়, বরং দীর্ঘদিনের আলোচনার (নিগোশিয়েশন) ফলেই বাস্তবায়নের পথে এসেছে।

পরিদর্শনকালে নির্বাচিত স্থানটিকে ‘চমৎকার’ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বড় কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সাধারণত জমি অধিগ্রহণের প্রয়োজন হয়, যা সময়সাপেক্ষ। কিন্তু এখানে সরকারের খাস জমি থাকায় অধিগ্রহণের প্রয়োজন হয়নি। এটি প্রকল্প বাস্তবায়নে বড় সুবিধা।”

চীনা পক্ষের বরাতে তৌহিদ হোসেন জানান, দ্রুতই হাসপাতাল নির্মাণকাজ শুরু হবে এবং আগামী তিন বছরের মধ্যে নির্মাণ কার্যক্রম শেষ হওয়ার আশা করা যাচ্ছে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top