৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেজার কাছে জমির কাগজ হস্তান্তর

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল (ইকোনোমিক জোন) স্থাপনের কার্যক্রম আরও এক ধাপ এগিয়েছে। প্রকল্পের জন্য নির্ধারিত ১০৬.০৬ একর জমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ঢেলাপীর এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বেজা কর্তৃপক্ষের হাতে জমির কাগজপত্র বুঝিয়ে দেন।

এসময় নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার, সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম এবং বেজার সহকারী পরিচালক মির্জা আবুজর শুভ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ২০১৬ সালে মোট ১০৬.০৬ একর জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়। দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষে জমিটি আনুষ্ঠানিকভাবে বেজার কাছে হস্তান্তর করা হলো। এখন থেকে এই জমিতে সকল উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে বেজা।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, “সৈয়দপুর উপজেলার সংগলশী ইউনিয়নের কাদিখোল এলাকায় অর্থনৈতিক অঞ্চলটি স্থাপন করা হবে। জমি হস্তান্তরের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো। খুব শিগগির বেজা উন্নয়নকাজ শুরু করবে।”

প্রত্যাশা করা হচ্ছে, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে নীলফামারীতে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে, কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top