নিজস্ব প্রতিনিধি:
দেশ ইতোমধ্যেই ঋণের ফাঁদে পড়েছে—এ বাস্তবতা স্বীকার না করলে ভবিষ্যতে অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) আয়োজিত ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ ও ‘এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, কর-জিডিপি অনুপাত একসময় ১০ শতাংশের বেশি থাকলেও বর্তমানে তা ৭ শতাংশের আশেপাশে নেমে এসেছে।
জিডিপির সব খাতে রাজস্ব আহরণ সম্ভব না হওয়া এবং কাঠামোগত দুর্বলতাকেই তিনি এর প্রধান কারণ বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান সতর্ক করে বলেন, ঋণের ফাঁদে পড়লে নতুন ঋণ নিতে হবে পুরোনো ঋণ শোধ করতে, যা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
তিনি জানান, আগে বাজেটে কৃষি ও শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ থাকলেও এখন তা পেছনে ফেলে ঋণের সুদ পরিশোধই রাজস্ব ব্যয়ের সবচেয়ে বড় খাতে পরিণত হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের জিইডি সদস্য মঞ্জুর হোসেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মনিরা বেগম।