নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে কে মনোনয়ন পেলেন আর কে পেলেন না—এ বিতর্কে না গিয়ে দল ও ধানের শীষের পক্ষে সর্বাত্মকভাবে কাজ করাই এখন সবচেয়ে জরুরি।
সোমবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, মনোনয়ন পাওয়া না পাওয়া ব্যক্তিগত বিষয়; কিন্তু দেশ, দল এবং প্রতীক বৃহত্তর বিষয়। ছাত্রদলসহ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রার্থী নয়—ধানের শীষকে বিজয়ী করাই মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সম্পৃক্ততার মাধ্যমে দেশ গড়ার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে এবং আগামী দুই মাসের প্রধান কাজ হচ্ছে এসব পরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।
তারেক রহমান অভিযোগ করে বলেন, দেশ দীর্ঘ ১৬ বছর ধরে ‘একজন ভালো, বাকিরা খারাপ’—এমন একধরনের একনায়কতান্ত্রিক মানসিকতার শাসন দেখেছে; ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরও কিছু ক্ষেত্রে এই মনোভাবের পরিবর্তন হয়নি, যা গণতন্ত্রের জন্য হুমকি।
বহুদলীয় গণতন্ত্রে মত প্রকাশ ও ভিন্নমতকে সম্মান জানানো জরুরি বলেও তিনি মন্তব্য করেন। তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তরুণদের ওপর নির্ভর করছে। সবাই যদি নিজ অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কাজ করে, তবে দেশ এগিয়ে যাবে; নইলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।