৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে সাবেক বিএনপি নেতা গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে বিএনপির সাবেক স্থানীয় নেতা আছিম উদ্দীন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার রহমানগঞ্জ বাজারে অবস্থিত নিজের ফার্মেসি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আছিম উদ্দীনকে আটক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানের একটি খবরের নিচে মন্তব্য করতে গিয়ে তিনি ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। তার ওই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

আটক আছিম উদ্দীন ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ফার্মেসি ব্যবসায়ী এবং বিএনপির ১নং ওয়ার্ডের সাবেক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার বিভিন্ন কমিটি বিলুপ্ত রয়েছে।

এ বিষয়ে সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম বলেন, “আছিম উদ্দীনের গ্রেফতারে আমরা নিন্দা জানাই। তাকে অযথা হয়রানি করা হচ্ছে। আমরা জামিনের চেষ্টা করছি কিন্তু সফল হচ্ছি না। দল থেকেও কোন সহযোগিতা পাওয়া যাচ্ছে না।”

এদিকে ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “আসামিকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top