৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামোতে ইসরাইলের ব্যাপক বিমান হামলা

নিজস্ব প্রতিনিধি:

ইসরাইল লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে পরিচালিত এ হামলার বিষয়ে ইসরাইলি বাহিনী জানায়, তারা রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’-এ লক্ষ্য করে আঘাত হেনেছে, যেখান থেকে হিজবুল্লাহ ইসরাইলবিরোধী হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে।

২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বৈরুতে ও লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই অভিযান চালিয়ে আসছে ইসরাইল।

তাদের দাবি, হিজবুল্লাহর ক্রমবর্ধমান হুমকি দূর করতেই এসব আক্রমণ। বর্তমানে লেবানন সীমান্তবর্তী পাঁচটি প্রধান স্থানে সেনা মোতায়েন রেখেছে ইসরাইল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top