মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
দূরবর্তী পাহাড়ি এলাকার শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আবারও মানবিক ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারূক পিএসসি মহোদয়ের নির্দেশনায় আজ সিনালছড়া, বাঁশডালা ও বাগানকুমার কারবারি পাড়ায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
ক্যাপ্টেন আবু রায়হানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল সকালে বিভিন্ন কারবারি পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে অসহায়, গরীব ও শীতার্ত বৃদ্ধদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন। প্রত্যন্ত পাহাড়ি এলাকার শীতপ্রবণতা বেড়ে যাওয়ায় এই উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

বিতরণকালে ক্যাপ্টেন আবু রায়হান বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই মানবিক সেবায় জনগণের পাশে থাকে। শীতের কষ্ট লাঘব করতে আমাদের এই কার্যক্রম শুধু আজ নয়, আগামীতেও চলমান থাকবে।”
স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী হিসেবে আখ্যা দিয়ে বলেন, কঠিন শীতের সময় বাড়ি বাড়ি গিয়ে কম্বল পৌঁছে দেওয়া তাদের জন্য বড় সহায়তা।
জোন অধিনায়ক লে,কর্নেল ওমর ফারুক (পিএসসি) জানাই
অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য, তাই শীতকাল জুড়েই এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে