নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “মিডিয়া, প্রশাসন, সামরিক বাহিনী—এসব নিয়ন্ত্রণ করে কিংবা ভারতের কনসার্ন নিয়ে আমরা কোনোভাবেই ক্ষমতায় যেতে চাই না।”
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যদান শেষে ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি স্পষ্টভাবে জানান, এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় যেতে চায়, কোনো ধরনের অনৈতিক সমঝোতা বা “আনহোলি নেক্সাস”-এর মাধ্যমে নয়।
এ সময় হাসনাত আবদুল্লাহ ২০২৪ সালের আন্দোলনের ঘটনাবলি তুলে ধরে বলেন, ১৬ জুলাই বিক্ষোভে অংশ নেওয়ার পরপরই শিক্ষার্থী হত্যাকাণ্ডের প্রতিবাদে গায়েবানা জানাজার আয়োজনকে কেন্দ্র করে গোয়েন্দা সংস্থা চাপ সৃষ্টি করেছিল এবং তাকে ও তার সহযোদ্ধাদের রাতভর সেফ হাউসে নিয়ে জিজ্ঞাসাবাদসহ ভয়–ভীতি দেখানো হয়েছিল।
তিনি দাবি করেন, আন্দোলন প্রত্যাহার করতে পারলে “লাইফ সেটেল” করে দেওয়ার প্রলোভনও দেখানো হয়, তবে তারা রাজি হননি।