নিজস্ব প্রতিনিধি:
পবিত্র হজ ২০২৬ মৌসুমে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে মোবাইল ফোনসহ সব ধরনের ফটোগ্রাফি নিষিদ্ধ—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়লেও সৌদি কর্তৃপক্ষ বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে।
সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়সহ কোনো সরকারি সংস্থা এ বিষয়ে কোনো নতুন নির্দেশনা জারি করেনি। বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মও নিশ্চিত করেছে যে পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি নিষিদ্ধের নতুন সিদ্ধান্তের খবর সম্পূর্ণ মিথ্যা।
কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও রমজান মৌসুমকে কেন্দ্র করে প্রায়ই ভুয়া তথ্য ছড়ায় এবং যাচাই ছাড়া তা ছড়িয়ে পড়ে। হাজিদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা শুধুমাত্র সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্রের তথ্যেই ভরসা করেন।
তবে আগের নিয়ম অনুসারে পেশাদার ক্যামেরা, বড় সরঞ্জাম বা এমন ছবি তোলা—যা অন্য হাজিদের ইবাদতে বিঘ্ন ঘটায় বা বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়—এসবের ওপর নিষেধাজ্ঞা পূর্বের মতোই বহাল থাকবে।