মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নারীর অধিকার, শিক্ষা ও মুক্তচিন্তার অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে নীলফামারী পৌরসভার উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে একটি র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
সকাল ১০টায় পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পৌরসভা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
পৌর প্রশাসক সাইদুল ইসলাম সভায় বেগম রোকেয়ার জীবন, অবদান ও বর্তমান সমাজে নারীর ক্ষমতায়নে তাঁর আদর্শের প্রয়োগ বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, “রোকেয়ার আদর্শ আজও নারীর শিক্ষায় সমান সুযোগ, অধিকার ও সামাজিক অগ্রগতিতে প্রেরণার উৎস।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—পৌর নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, হিসাব রক্ষণ কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা এবং টিকাদান সুপারভাইজার ফরিদ আহমেদ।
পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে বেগম রোকেয়ার আদর্শ বাস্তবায়নে সরকারি ও স্থানীয় পর্যায়ে উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।