মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, পরিবার থেকেই দুর্নীতি প্রতিরোধের চর্চা শুরু করতে হবে। আমরা যদি যথাসময়ে অফিসে না আসি এটাও একটি দুর্নীতি এবং সঠিক দায়িত্ব পালন না করাটাও দুর্নীতি। সততা, দক্ষতা ও সাহসিকতা থাকলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। তারুণ্যকে সঠিক পথে পরিচালিত করতে হবে তাহলেই দুর্নীতি আর মাথা চাড়া দিয়ে উঠবে না।
উদ্বোধন শেষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, , বালিয়াকান্দি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলিম আল রাজি, কমিটির সাধারণ সম্পাদক কনা রানী দাস, সদস্য শাহজাহান সিদ্দিকী, বালিয়াকান্দি রিপোর্টাস ক্লাবের সভাপতি ও কমিটির সদস্য সনজিৎ কুমার দাস প্রমুখ।
এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সুধীজন ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।