মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অদম্য নারীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিনের সভাপতিত্বে ও মোঃ সোহেল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন, বালিয়াকান্দি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলিম আল রাজি, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুন্দার প্রমুখ।
আলোচনা শেষে উপজেলার অর্থনৈতিকভাবে সাফল্য সাফল্য অর্জনকারী নারী কাউন্নাইর গ্রামের মোসাম্মৎ শিউলি খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বালিয়াকান্দি গ্রামের সুস্মিতা কুন্ডু, সফল জননী নারী পুশআমলা গ্রামের নীলিমা রানী বিশ্বাস, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামী জয়ী নারী বালিয়াকান্দি গ্রামের হেনা বেগম ও সামাজিক কাজে সাফল্য অর্জনকারীরা নারী অলংকার পুরের রেহানা আক্তারকে অদম্য নারীর সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।