১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তফসিল ঘোষণার আগে ভাষণ রেকর্ড করলেন সিইসি, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ ভাষণের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে—এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিটিভি ও বেতারের জন্য সিইসির ভাষণ রেকর্ড করা হয়। ভাষণ রেকর্ড শেষে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা বৈঠকে অংশ নেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, এবং ভোটারদের জন্য পৃথক রঙের দুটি ব্যালট সরবরাহ করা হবে। একই দিনে দুটি নির্বাচন হওয়ায় এবার ইসিকে অতিরিক্ত প্রস্তুতি নিতে হচ্ছে।

ইতোমধ্যে তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই স্বতঃস্ফূর্ত নির্বাচন পরিবেশ বজায় রাখতে সকলকে আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকার জানিয়েছে—
তফসিলের পর অনুমোদনহীন জনসমাবেশ, মিছিল বা আন্দোলন থেকে বিরত থাকতে হবে।

দেশবাসী এখন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায়—এমন বার্তাই উঠে এসেছে নির্বাচন কমিশনের প্রস্তুতি আলোচনায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top