১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের ইঙ্গিত

নিজস্ব প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, তার পদত্যাগ সম্পর্কিত আনুষ্ঠানিক ঘোষণা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই জানানো হবে। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, মঙ্গলবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টাদের বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের প্রসঙ্গ ওঠে এবং পরে নিশ্চিত হওয়া যায় যে আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন।

এর আগেও সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে তাকে ও আরেক উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, তবে তারা অতিরিক্ত সময় চাইলে বিষয়টি স্থগিত থাকে। সূত্রগুলো জানায়, তফসিল ঘোষণার পর আর ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদে থাকা উচিত হবে না—এমন মতই সরকারের উচ্চপর্যায়ে দৃঢ় হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরে ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে তিন ছাত্রনেতা উপদেষ্টা হিসেবে যুক্ত হন এবং আসিফ মাহমুদ শ্রম উপদেষ্টা হিসেবে শুরু করে পরে স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্ব পান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top