খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:
ভাঙ্গুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলার সভাপতি -মোঃ আবুল হশেম উপজেলা মিডিয়া বিষয়ক সম্পাদক – খালিদ হোসেন হৃদয় উপজেলা নিবাহী সদস্য – মোঃ ওমর ফারুক
পার- ভাঙ্গুড়া ইউনিয়ন সভাপতি -মোঃ রকির উদ্দিন, সাধারণ সম্পাদক – মোঃ হোসেন আলী, নির্বাহী সদস্য – মোঃ বাবু আলী।
বিশ্ব মানবাধিকার দিবস আজ। বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ১৯৪৮ সাল থেকে জাতিসংঘ এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয়। মানবাধিকার কোনো নতুন কিছু নয়। জাতিসংঘ এই ধারণাটিকে শুধু একটি বিধিবদ্ধ রূপ দিয়েছে।
‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’ এই প্রতিপাদ্য আজ (১০ ডিসেম্বর) পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।
১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালের ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে।
বাংলাদেশে সাংবিধানিক অধিকার তথা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশন।
ভাঙ্গুড়া,১০ ডিসেম্বর ২০২৫: আজ বিশ্ব মানবাধিকার দিবস। প্রতি বছরের মতো এ বছরও বিশ্বজুড়ে দিবসটি উদ্যাপিত হচ্ছে মানুষের মৌলিক অধিকার রক্ষা, সমতা নিশ্চিতকরণ এবং বৈশ্বিক মানবাধিকারের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রতিশ্রুতি নিয়ে।
এবারের প্রতিপাদ্য “মানবাধিকার সবার জন্য—ডিজিটাল যুগে স্বাধীনতা ও সুরক্ষা”, যা প্রযুক্তিনির্ভর বিশ্বে ব্যক্তিগত অধিকার রক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ করছে।
বাংলাদেশে দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী সেমিনার, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনলাইন আলোচনার আয়োজন করেছে। জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজিত প্রধান অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে হলে মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য।
জাতিসংঘ মহাসচিব তাঁর বার্তায় উল্লেখ করেন, “ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে ব্যক্তিগত স্বাধীনতা, তথ্যের গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতা আরও বেশি ঝুঁকির মুখে পড়ছে। তাই সকল রাষ্ট্রের দায়িত্ব মানুষের অধিকার রক্ষায় আরও কার্যকর নীতি গ্রহণ করা।”
বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক বৈশ্বিক সংকট, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং অনলাইন নিরাপত্তা ঝুঁকির কারণে মানবাধিকারের প্রশ্ন আজ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ও সচেতনতা বিশ্বব্যাপী মানবাধিকার আন্দোলনে নতুন সম্ভাবনার দিক উন্মোচন করছে।
বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫—মানুষে মানুষে সম্মান, সমতা ও সহযোগিতার বার্তা নিয়ে স্মরণ করিয়ে দিল, মানবাধিকার রক্ষার লড়াই এখনো শেষ হয়নি।