নিজস্ব প্রতিনিধি:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তারা পদত্যাগপত্র জমা দেন বলে দায়িত্বশীল সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাহফুজ আলমকে গত কয়েক মাস ধরে পদত্যাগের পরামর্শ দেওয়া হচ্ছিল।
তফসিল ঘোষণার সময় কাছে আসায় তাদের পদে বহাল থাকা নিয়ে উপদেষ্টা পরিষদের ভেতরেই অসন্তোষ তৈরি হয়। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে জ্যেষ্ঠ উপদেষ্টাদের যমুনা বাসভবনে বৈঠকেও তাদের পদত্যাগ প্রসঙ্গ ওঠে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে দুইজন ছিলেন এই দুই উপদেষ্টা। পরে দায়িত্ব পুনর্বণ্টনে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। বুধবার সন্ধ্যায় এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং।