মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
জামায়াতে ইসলামী বাংলাদেশে রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে দাড়িপাল্লার মনোনীত পদপ্রার্থী মোঃ হারুন অর রশিদ বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামের কোন বিকল্প নাই ।
দেশে বিগত সরকার দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল এবং তাদের দ্বারা লালিত হয়েছে দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী। এ কারণে বাংলাদেশ দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
তিনি বলেন, ইসলামের গণজাগরণ দেখে একটি রাজনৈতিক চক্র তাদের পরাজয়ের ভয়ে আবোল তাবোল বক্তব্য প্রদান করছে । ইসলামিক দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশে সর্বত্র কোরআনের রাজত্ব কায়েম করা হবে।
তখন এদেশ হবে সুখী সমৃদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। তিনি আরো বলেন, ইসলাম দ্বারা রাষ্ট্র পরিচালনা করলে দেশে মাদক, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ভূমিদ্যসু কারোর ঠাঁই বাংলার জমিনে থাকবে না।
বুধবার (১০ ডিসেম্বর) বিকালে জামায়াতে ইসলামী বাংলাদেশ বহরপুর ইউনিয়ন শাখা কর্তৃক আড়কান্দি বাজারে আয়োজিত নির্বাচনী সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য কালে এ কথা বলেন।
বিকাল ৫ টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত এ নির্বাচনী সাধারণ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বহরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি মাওলানা আলী আকবর এর সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ আবু তালহা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল হাই জোয়াদ্দার, উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক, বহরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মোস্তফা জামান প্রমুখ।
এ সময় বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত থেকে দাড়িপল্লার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন