১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে ইউএনও আশিক ইকবালের উদ্যোগে সাংবাদিকদের সাথে ঘন্টাব্যাপী মতবিনিময় সভা

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

১০ ডিসেম্বর (বুধবার) শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশিক ইকবাল–এর সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের সাথে এক ঘন্টাব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় শুরু হওয়া এ সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন—
এসটিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব, এশিয়ান টিভির ফয়সাল আজম অপু, দেশ টিভি, ৭১ টিভিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী,
এছাড়া বাংলাদেশ ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব, সি এ টিভি, এ টিভি ও অন্যান্য মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে অংশ নেন ভুমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।

সভায় আরও উপস্থিত ছিলেন শান্তি নিবিড় পাঠাগারের নাহিদুজ্জামান নাহিদ। তিনি সামাজিক ও মানবিক কাজে বরাবরই সক্রিয় ভূমিকা পালন করেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ—সব ক্ষেত্রেই তার বিশেষ অবদান রয়েছে।
“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগান সামনে রেখে তিনি বিভিন্ন এলাকা, বিশেষ করে রাস্তার দু’ধারে গাছ রোপণ করে পরিবেশ সচেতনতা ছড়িয়ে আসছেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন—

রাস্তাঘাটের উন্নয়ন,

মাদক প্রতিরোধ,

বাল্যবিবাহ রোধ,

পদ্মা নদীর ভাঙন,

সড়কে যানবাহনের লাইট ব্যবহারের শৃঙ্খলা।

ইউএনও আশিক ইকবাল উত্থাপিত সব বক্তব্য মনোযোগসহ শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

বিকেল পাঁচটায় আলোচনা শেষ করে সভা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top