১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে মডেল মসজিদ উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা

মোঃ নাঈম ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

‘আগামিকাল তফসিল ঘোষনা হতে যাচ্ছে। এর পর নির্বাচন। আমরা আর থাকবো না। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন সূর্য্য উঠতে যাচ্ছে।’ গুরুদাসপুর উপজেলা মডেল মসজিদ উদ্ধোধনের পর এসব কথা বলেন, অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ (১০ ডিসেম্বর) বুধবার বিকেল চারটার দিকে মডেল মসজিদ উদ্বোধন করার পর তিনি আসরের নামাজ আদায় করেন। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘নির্বাচনের আমেজ শুরু হয়েছে। আমরা আশাবাদী ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, এর আগে তিনি নাটোর জেলার আরো দুটি মডেল মসজিদ উদ্বোধন করেন। এসময় তিনি পবিত্র হজ নিয়ে কথা বলেন।

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘হজ ব্যবস্থাপনায় দুই নম্বরি সিন্ডিকেট করে হাজিদের জিম্মি করার প্রবণতা ছিল। এটা আমরা জিরো পয়েন্টে নিয়ে এসেছি। এখানে আর কোনো সিন্ডিকেট কাজ করতে পারবে না।

‘মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাই স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। গত বছর ধর্ম মন্ত্রণালয় ৮ কোটি ২৮ লাখ টাকা হাজিদের ফেরত দিয়েছে । এ বছরও টাকা ফেরত দেওয়া হবে ধর্ম উপদেষ্টা বলেন, ‘নিজেরা হজ পালন এজেন্সির সঙ্গে কথা বলেছি। হজটাকে আমরা সেবা ইবাদত হিসেবে নিয়েছি।

এখানে যারা দুর্নীতি করবে, আমাদের হাতে যদি ধরা পড়ে, তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করব।
এ সময় নাটোরের পুলিশ সুপার, মোহাম্মদ আবদুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফাহমিদা আফরোজ, সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, সিভিল সার্জন, গোলাম মুক্তাদির আরেফিন ও গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top